ধৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলছেন বিধায়ক। মঙ্গলবার। নিজস্ব চিত্র।
ফেসবুক লাইভ করে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে সোমবার ভোরে আত্মঘাতী হন হুগলির এক বিজেপি কর্মী। মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সমবেদনা জানালেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ওই যুবকের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত যাতে হয়, বিধায়কের কাছে তা নিশ্চিত করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
ফেসবুক লাইভে ওই বিজেপি কর্মী বিধায়কের উপরে তাঁর আস্থার কথা জানিয়ে বলেছিলেন, বিধায়ক যেন তাঁর পরিবারের উপরে নজর রাখেন। তাঁর পরিবারের লোকজনের যাতে কোনও ক্ষতি কেউ না করতে পারে, বিধায়ক যেন তা দেখেন। এ দিন বিধায়ক বলেন, ‘‘একটা তরতাজা যুবক এই ভাবে প্রাণ বিসর্জন দিলেন। খুব মর্মান্তিক ঘটনা। ওঁর পরিবারের পাশে রয়েছি।’’ মৃতের দাদা বলেন, ‘‘বিধায়ক আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে, ভাইকে তো আর ফিরে পাব না!’’
পুলিশ সূত্রের খবর, মৃত্যুর আগে ফেসবুক লাইভে স্থানীয় একটি ক্লাবের সদস্য তথা পুজো কমিটির সম্পাদক কুণাল সরকারের বিরুদ্ধে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ জানান ওই যুবক। মৃতের দাদার লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবারই অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক একদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত বলেন, ‘‘আমাকে ফাঁসিয়ে দেওয়া হল।’’ এ দিন অভিযুক্তের সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। তিনি বলেন, ‘‘বিজেপির তরফে অভিযুক্তকে তৃণমূল সমর্থক বলে প্রচার করা হয়েছিল। তৃণমূলের সঙ্গে তার কিন্তু কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’