জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় উত্তেজনা ছড়ায় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষকে কেন্দ্র করে। নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পর এ বার হাওড়ায় সংঘর্ষে জড়াল আইএসএফ এবং শাসকদল। জগৎবল্লভপুরে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ নেতৃত্ব। তাঁদের দাবি, তৃণমূল কর্মীরা নিজেরাই কার্যালয়ে ভাঙচুর করে তাঁদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন।
রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় উত্তেজনা ছড়ায় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষকে কেন্দ্র করে। শাসক দলের অভিযোগ, জগৎবল্লভপুরের পাতিহালে আইএসএফের কর্মিসভা ছিল। সেখানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এসেছিলেন। সভা শেষ হওয়ার পর থেকেই আইএসএফ কর্মী বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছিলেন বলে দাবি তৃণমূলের। ওই অঞ্চলে দলের যুব সভাপতি শেখ নিজাম বলেন, ‘‘আমরা পার্টি অফিসে বসেছিলাম। সেই সময় আমাদের উপর হামলা চালানো হয়। আমাদের কয়েক জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের খোঁজ চলছে। আইএসএফের পক্ষ থেকে অবশ্য শাসকদলের সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে দলের হাওড়া জেলা সহ-সম্পাদক ইমরান খান বলেন, ‘‘তৃণমূল কর্মীরা আজ আমাদের উপর হামলা চালিয়েছেন। এর পর তাঁরা নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে আমাদের দোষারোপ করছেন।’’