Mamata Banerjee

নিরাপত্তা বলয় ডিঙিয়ে মুখ্যমন্ত্রীর হাতে খাম দিতে গেলেন তৃণমূল কাউন্সিলর, থানায় নিয়ে গেল পুলিশ

বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজ়া দিয়ে যাচ্ছে, তখনই ডানকুনি পুরসভার কাউন্সিলর চলে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৯
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দিকে খাম হাতে এগিয়ে যান তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে প্রায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে। হাত বাড়িয়ে মমতাকে বাদামি রঙের খাম এগিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা হাতে নেননি। মমতার গাড়ি এগিয়ে যাওয়ার পর নিয়মভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে গেল পুলিশ।

Advertisement

মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিকেলে তাঁর কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজ়া দিয়ে যাচ্ছে, তখনই ডানকুনি পুরসভার এক কাউন্সিলর চলে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে। মুখ্যমন্ত্রী বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে। উইন্ডস্ক্রিন দিয়ে হাত বাড়িয়ে একটি খাম এগিয়ে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু খামটি মুখ্যমন্ত্রী হাতে নেননি। বরং ইশারা করে তাঁকে পিছনের দিকে যেতে বলেন। ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

পুলিশ সূত্রের খবর, ওই ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার বলয় ডিঙিয়ে কেন তিনি সামনে চলে গেলেন, তা জানতে চেয়েছে পুলিশ। কাউন্সিলর কী জবাব দিয়েছেন তা এখনও জানা যায়নি। তা ছাড়া ওই খামে কী ছিল, সেটাও অজানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement