Jute Mill

Jute Mill: ‘জওয়াদ’-এ বন্ধ ফেরি, শ্রমিকরা কাজে যোগ দিতে না পারায় জুট মিল বন্ধের অভিযোগ

এ নিয়ে সোমবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৬:১৮
Share:

কারখানায় সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ। —নিজস্ব চিত্র।

‘জওয়াদ’-এর জেরে বন্ধ ফেরি পরিষেবা। শ্রমিকরা কাজে যোগ দিতে না পারায় সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ পড়ল ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে। রবিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে ওই নোটিশ দেখতে পান শ্রমিকরা। এমন কাণ্ডে ক্ষোভ ছড়িয়েছে ওই জুট মিলের শ্রমিকমহলে।
শ্যামনগর নর্থ জুট মিলে আইএনটিটিইউসি-র সম্পাদক লালবাবু সিংহ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে জুট মিলের ডোয়িং বিভাগে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। ওই বিভাগে প্রায় ৬০ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, প্রতি দিন ওই বিভাগের ছয়-সাত জন শ্রমিক কাজ পাচ্ছিলেন না। তাঁদের দাবি, প্রতি দিন কাজে যোগ দিতে এলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এ নিয়ে শ্রমিকমহলে অসন্তোষ তৈরি হয়েছিল। এর উপর, শনিবার ‘জওয়াদ’-এর জন্য ফেরিঘাট বন্ধ ছিল। ফলে উত্তর ২৪ পরগনা থেকে স্পিনিং বিভাগের শ্রমিকরা কাজে যোগ দিতে পারেননি। বিকেল থেকে ডোয়িং বিভাগের শ্রমিকরাও কাজ বন্ধ করে দেন। এর পর রবিবার মিল কর্তৃপক্ষ রবিবার সাসপেনশন অফ ওয়ার্সের নোটিশ ঝুলিয়ে দেন।

Advertisement

‘জওয়াদ’-এর জন্য হুগলির ফেরিঘাটগুলি দু’দিন বন্ধ রাখার নির্দেশ আগেই দিয়েছিল প্রশাসন। সে কারণে অনেক শ্রমিক গঙ্গা পার হয়ে কাজে যোগ দিতে পারেননি। তাই উৎপাদন ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ শ্রমিক সংগঠনগুলির। এ নিয়ে সোমবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement