Accident

দোল খেলতে গিয়ে হাত কেটেছে, চিকিৎসা করাতে এসে হাসপাতালে ভাঙচুর চালালেন একদল মত্ত যুবক

দোল খেলতে হাত কেটে যাওয়ায় বন্ধুকে নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই যুবকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ২৩:৫৯
Share:

হাসপাতালে ভাঙচুর

সঙ্গীকে চিকিৎসা করাতে এসে হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল মত্ত যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অকথ্য গালিগালাজের বিরোধিতা করায় ওই যুবকেরা জরুরি বিভাগ ও অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালান।

Advertisement

দোল খেলতে হাত কেটে যাওয়ায় বন্ধুকে নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই যুবকেরা। এর পরেই তাঁরা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন তাঁরা। অভিযোগ, কর্মীরা গালিগালাজের বিরোধিতা করায় হাসপাতালে ভাঙচুর করতে থাকেন উন্মত্ত যুবকেরা। তছনছ করা হয় জরুরি বিভাগের দরজা, জানলা ও একাধিক যন্ত্রপাতি। একটি অ্যাম্বুল্যান্সের কাঁচও ভাঙা হয়। প্রতিবাদ করায় অ্যাম্বুল্যান্স চালককেও মারধরের অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে।

এই ঘটনার মাঝেই খবর দেওয়া হয় পুলিশকে। হাসপাতালের সুপারই পুলিশকে ফোন করে জানান গোটা বিষয়টি। কিন্তু পুলিশ আসতে আসতে যুবকে হাসপাতাল ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement