West Bengal Panchayat Election 2023

তিন ভোটার ‘গুলিবিদ্ধ’ হুগলির খানাকুলে, মুখে কালো কাপড় বেঁধে বুথে ঢুকে হামলার অভিযোগ

শনিবার নতিবপুরের বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটগ্রহণ চলছিল। সেই সময় মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:০৮
Share:

হাসপাতালে ভর্তি জখম কাজল পাঁজা। — নিজস্ব চিত্র।

ভোট দিতে গিয়ে এক মহিলা-সহ গুলিবিদ্ধ হলেন তিন ভোটার। শনিবার এই অভিযোগ উঠেছে হুগলির খানাকুলের নতিবপুরে। আহতদের ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম কাজল পাঁজা, সৌমেন লালা এবং অশোক বাউর। তাঁরা সকলেই নতিবপুরের বাসিন্দা। তাঁদের দাবি, শনিবার দুপুরের পর নতিবপুরের বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। সেই সময় মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা ওই বুথের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। সেই গুলি লাগে ওই তিন জনের। আহতদের নতিবপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম মহিলা কাজলের দিদি বন্দনা কোটাল বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল। হঠাৎ কোথা থেকে কিছু লোক এল। ওদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। ওরা ব্যালট বাক্স ভেঙে দিল। তার পর এমন গুলি চালাল যে কাজলের গুলি লেগেছে। ওর পিঠে লেগে পেট ফুঁড়ে বেরিয়েছে গুলি। ব্যালট বাক্সে জল ঢেলে দিয়েছে। আমরা ভোটও দিতে পারিনি।’’

গুলিতে জখম সৌমেন বলেন, ‘‘আমরা ভোট দিতে গিয়েছিলাম। কারা মুখ বেঁধে এসে আমাদের উপর হামলা চালাল বুঝতে পারলাম না। যখন গুলি লাগল তখন চোখমুখে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না।’’ ওই ঘটনায় জখম অশোকের দাবি, ‘‘আমি ভোট দিয়েছি সবে। তখন ৩০-৩৫ জন বুথে ঢুকে ছাপ্পা দিতে শুরু করল। তার পর আমাকে গুলি করল। ওরা সকলে বাইরে থেকে এসেছিল। আর ফোনে বলছিল, তৃণমূল নেতা নজিবুলের লোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement