Dumurjala Indoor Stadium

Dumurjala: হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে উদ্ধার মাথার খুলি ও কঙ্কাল, আতঙ্ক ডুমুরজলায়

দুর্গন্ধ ছড়ানো নিয়ে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠে আসছিল এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৩:৩৮
Share:

পুলিশের উপস্থিতিতে উদ্ধার মাথার খুলি ও কঙ্কাল। —নিজস্ব চিত্র।

নর্দমা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার মাথার খুলি ও হাড়গোড়। তাতে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডুমুরজলায়। পুলিশের অনুমান, ওই হাড়গোড় মানুষেরই। কাউকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছিল বলে সন্দেহ এলাকাবাসীদের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

দুর্গন্ধ ছড়ানো নিয়ে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠে আসছিল। সেই মতো শুক্রবার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কিছুটা দূরে নর্দমা পরিষ্কার করছিলেন পুরসভার কর্মীরা। সেইসময়ই পাশের ঝোপের মধ্যে মাথার খুলি এবং হাড়গোড় পড়ে থাকতে দেখেন তাঁরা।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চ্যাটার্জিহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পৌঁছলে ঝোপঝাড় কেটে ফেলার কাজ শুরু হয়। তার পর উদ্ধার করা হয় হাড়গোড়। সেগুলি পরীক্ষার জন্য় পাঠানো হয়েছে।

Advertisement

এলাকার বাসিন্দা অরূপ লাহা বলেন, ‘‘ফাঁকা জায়গা বলে অসামাজিক কাজকর্ম শুরু হয়েছে এখানে। বহু বার পুলিশকে বলা হয়েছে।’’ ওই এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement