চন্দন বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
কোনওটি ডিমের খোলা দিয়ে বানানো। কোনওটি ফলের বীজ দিয়ে। কোনওটি আবার তৈরি সুতলির দড়িতে। এমনই ৭৫ রকমের জিনিস দিয়ে হুগলির চন্দন বন্দ্যোপাধ্যায় ভারতীয় মানচিত্র বানিয়েছেন। এ বার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ৭৫ রকমের জিনিস দিয়ে ৭৫টি মানচিত্র বানিয়েছেন ধনেখালির বাসিন্দা চন্দন।
পেশায় চন্দন সঙ্গীতশিক্ষক। প্রথমে কয়েন আর্ট শুরু করেন। আঠা বা চৌম্বক শক্তি ব্যবহার করে মোট ১৩ হাজার কয়েন দিয়ে তৈরি করেন একটি অবয়ব। ২০১১-য় কয়েন আর্টে লিমকা বুক অব রেকর্ডে দেশের সেরা হয়ে তাক লাগিয়েছিলেন চন্দন। এ বার ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানচিত্র তৈরি করে নজর কেড়েছেন তিনি।
—নিজস্ব চিত্র।
গত চার বছর ধরে মানচিত্র তৈরিতে মন দিয়েছেন। প্রায় প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। এত দিন ধরে যা তৈরি করেছেন, এখন তা তুলে ধরতে চান সাধারণ মানুষের কাছে। তাই স্থানীয় এলাকার একটি স্কুলে প্রদর্শনীর আয়োজন করেছেন। তাঁর ইচ্ছা, মানচিত্র সর্বত্র প্রদর্শিত হোক। এগিয়ে আসুক সরকারও। চন্দনের এই কীর্তিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। চন্দন বলছেন, ‘‘অনেকেই আমাকে নতুন রকমের শিল্প সৃষ্টির বিষয়ে ইন্ধন জুগিয়েছিলেন। তারপরেই ফেলে দেওয়া জিনিস দিয়ে মানচিত্র তৈরির কাজ শুরু করি। ভারতের বিখ্যাত মানুষদের নিয়েও মানচিত্র বানিয়েছি। তবে প্রথমে ৭৫টি মানচিত্র তৈরির কথা ভাবিনি। ২০১৮ সালে প্রথম ৭৫ তম স্বাধীনতা দিবসের কথাটা মাথায় আসে।’’
—নিজস্ব চিত্র।
চন্দন প্রথম মানচিত্রটি তৈরি করেছিলেন ফেলে দেওয়া পেন দিয়ে। ৭৫-এর শেষটি তৈরি করেছেন সুগন্ধি ফুলের বীজ দিয়ে। এর আগে তাঁর সৃষ্টিতে কোথাও উঠে এসেছে বিখ্যাত চলচ্চিত্র শিল্পী, সঙ্গীত শিল্পী কোথাও আবার বিখ্যাত খেলোয়াড়দের প্রতিকৃতি।