Santragachi Bridge

বড়দিনের আগেই খুলে যাবে সাঁতরাগাছি সেতু, জানিয়ে দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। এমনটাই জানিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। ওই সেতুতে মেরামতি শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া   শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ২১:১৭
Share:

শীঘ্রই খুলতে চলেছে সাঁতরাগাছি সেতু। — ফাইল চিত্র।

Advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। এমনটাই জানিয়েছেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। ওই সেতুতে মেরামতি শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে। সেতুতে চলছে যান নিয়ন্ত্রণ। তার ফলে দেখা দিয়েছে যানজট।

পুলক জানিয়েছেন, শীতে রাজ্যে উৎসবের মেজাজ। মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই সাঁতরাগাছির ওই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। শীতের মরসুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কলকাতা আসেন নানা দর্শনীয় জায়গায়। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে।

Advertisement

দিনের পর দিন গাড়ির চাপের ফলে বেহাল হয়ে পড়েছিল সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য। তাই গত ১৯ নভেম্বর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করে শুরু হয় ওই সেতুতে। শুরু হয় সেতুর ৪০টি এক্সপানশন জয়েন্ট নতুন করে বসাবার কাজ। এখন রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ওই সেতুতে। এত দিন ঠিক ছিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু মেরামতির কাজ হবে। তবে পুলক জানিয়েছেন, শীতের মরসুমে মানুষ ছুটির মেজাজে থাকেন। বেড়াতে যান। তাই মুখ্যমন্ত্রী চেয়েছেন এই সময় রাস্তায় বেরিয়ে কেউ যাতে সমস্যা না পড়েন। সে কারণেই বড়দিনের আগেই খুলে দেওয়া হবে ওই সেতু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement