salkia

Mental Depression: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা সালকিয়ার ব্যবসায়ীর, মানসিক অবসাদে ভুগছিলেন, অনুমান পুলিশের

মৃতের নাম গৌতম পাল (৫৬)। তাঁর বাড়ি সালকিয়ার বাজলপাড়ায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ২৩:৫৬
Share:

নিজস্ব চিত্র।

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যবসায়ী। শুক্রবার সকালে সালকিয়ার বাধাঘাটে তাঁর দেহ গঙ্গায় ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখে খবর দেন মালিপাচঘরা থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। খবর পাঠানো হয় নর্থ পোর্ট থানার রিভার ট্রাফিক পুলিশে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গৌতমের দেহ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম গৌতম পাল (৫৬)। তাঁর বাড়ি সালকিয়ার বাজলপাড়ায়। জামা কাপড়ের ব্যবসা ছিল গৌতমের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা যান। অসুস্থ মাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন গৌতম। কিছুদিন আগে মা-ও তাঁর ভাইয়ের কাছে চলে যান। তার পর থেকে একাই থাকছিলেন তিনি। ব্যবসা সে ভাবে চলছিল না। যার জেরেই তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। তা থেকেই এই আত্মহত্যা, এমনটাই অনুমান পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement