পশ্চিম মেদিনীপুরে নিষেধাজ্ঞার জেরে বিভ্রান্তি
R G Kar Hospital Incident

প্রতিবাদ মিছিল বাতিল হাওড়ার কিছু স্কুলের

একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘‘পড়ুয়া এবং যুব সমাজের মুখ বন্ধ করতে চাইছে সরকার।

Advertisement

সুব্রত জানা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ০৯:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আর জি কর কাণ্ডে ক্ষোভের আঁচ রাজ্যে জুড়ে। চলছে নাগরিক আন্দোলন। পথে নামছে স্কুলের ছাত্রছাত্রীরাও। এই আবহে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়েছে, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবে না ছাত্রছাত্রীরা। অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি নিয়ে শোরগোল পড়েছে। বিজ্ঞপ্তির কথা ছড়াতেই গ্রামীণ হাওড়ার একাধিক বিদ্যালয় তাদের কর্মসূচি বাতিল করছে। হাওড়া জেলা বিদ্যালয়
শিক্ষা দফতর অবশ্য এ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করেনি বলে জানিয়েছে।

Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি নিয়ে হাওড়ার অনেক শিক্ষক-শিক্ষিকাই ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকারা জানিয়েছেন, পড়ুয়াদের নিয়ে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি ঠিক করা হয়েছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ওই বিজ্ঞপ্তির জেরে তাঁরা বিভ্রান্ত। ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করলে পাছে তাঁদের শিক্ষা দফতরের কোপে পড়তে হয়, সেই আশঙ্কায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘‘পড়ুয়া এবং যুব সমাজের মুখ বন্ধ করতে চাইছে সরকার। ছাত্রীরা নিজেদের মতো প্রতিবাদ জানাবে ঠিক করেছিল। কিন্তু পশ্চিম মেদিনীপুরে নিষেধাজ্ঞার জেরে ছাত্রীদের নিষেধ করতে বাধ্য হলাম। যদিও ছাত্রীরা যে যার এলাকায় প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছে।’’ কাঁটাবেড়িয়া তরুণ সঙ্ঘ উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ মৌসুম সাহু বলেন, ‘‘ছাত্রছাত্রীরা মিছিল করবে ঠিক করেছিল। মনের ইচ্ছা থাকলেও সরকারি বাধার সম্মুখীন হতে হবে ভেবে নিষেধ করলাম।’’ তিনিও জানান, অনেক পড়ুয়াই নিজেদের এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে
শামিল হচ্ছে।

Advertisement

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর প্রতিক্রিয়া, ‘‘রাতে টিউশন পড়ে একা বাড়ি ফেরার সময় রীতিমতো ভয় পাই। কেন আমরা মেয়েরা এই ভয় পাব? তাই স্কুলের বন্ধুদের
নিয়ে মিছিল করব ঠিক করেছিলাম। তবে স্কুল থেকে না হলেও আমরা পাড়ায় গিয়ে প্রতিবাদ জানাব।’’ ছেলেবেলার কিন্ডার গার্টেন বিদ্যালয়ের তরফে বেরোনো প্রতিবাদ মিছিলেও যোগ দিতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারাদের।

শুক্রবার উলুবেড়িয়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে মিছিল হয়। স্থানীয় রথতলা ব্যবসায়ী সমিতি ওই মিছিলে যোগ দিয়েছিল।

হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত কুমার হাইত বলেন, ‘‘পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দফতর কী বিজ্ঞপ্তি জারি করেছে, জানা নেই। তবে, রাজ্য শিক্ষা দফতরের তরফে
কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।’’ স্কুলগুলি প্রতিবাদ মিছিল করতে পারবে কি না, এই প্রশ্নে কোনও মন্তব্য করেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement