— প্রতিনিধিত্বমূলক ছবি।
নিজেদের মঙ্গলাহাটের মালিক হিসেবে দাবি করে কয়েক জন টাকা চেয়ে তাঁদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুললেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। তাঁদের আরও অভিযোগ, পুড়ে যাওয়া হাটের ব্যবসায়ীরা টাকা না দিলে তাঁদের স্টল তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার ওই হাটের কয়েকশো ব্যবসায়ী হাওড়া থানা ঘেরাও করেন। ‘পোড়া হাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি’ ও ‘মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল কমিটি’র তরফে বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানায় স্মারকলিপিও দেওয়া হয়।
গত বছরের ২০ জুলাই গভীর রাতে মঙ্গলাহাটের একাংশে আগুন লেগে কয়েকশো স্টল ভস্মীভূত হয়ে যায়। পরের দিন অর্থাৎ, ২১ জুলাই কলকাতায় তৃণমূলের সমাবেশস্থল থেকে মঙ্গলাহাটের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই ওই পোড়া হাটে ব্যবসায়ীদের জন্য নতুন স্টল তৈরি করে দেয় রাজ্য সরকার। ওই হাটের অগ্নিকাণ্ড আসলে অন্তর্ঘাতের কারণে, এমন অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।
এ দিন ‘হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি’র সম্পাদক রাজকুমার সাহা বলেন, ‘‘যাঁরা ব্যবসায়ীদের তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামব। এর প্রতিবাদে হাটের বস্ত্র ব্যবসায়ীরা কিছু দিন পরে বড় মিছিল করবেন।’’