TMC leader arrested

তোলাবাজির অভিযোগে ধৃত হুগলির তৃণমূল নেতা, গোষ্ঠীদ্বন্দ্বেই গ্রেফতার, খোঁচা বিজেপির

এলাকার এক হিমঘর মালিকের দায়ের করা তোলাবাজির অভিযোগে হুগলির মগরা এলাকার তৃণমূল নেতা দেবরাজ পালকে গ্রেফতার করল পুলিশ। এই গ্রেফতারিকে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মগরা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৫:৫১
Share:

ধৃত তৃণমূল নেতা দেবরাজ পাল। — নিজস্ব চিত্র।

হুগলির মগরায় গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ পাল। মগরা থানার পুলিশ মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে। এলাকার এক হিমঘর মালিকের দায়ের করা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও ধৃতের দাবি, তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

Advertisement

তোলাবাজির অভিযোগে হুগলিতে গ্রেফতার হলেন স্থানীয় তৃণমূল নেতা। ধৃত দেবরাজ ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন। কয়েক বছর আগেও একটি খুনের মামলায় জেল খাটেন এই তৃণমূল নেতা। বুধবার তাঁকে চু়ঁচুড়া আদালতে তোলা হয়। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। দেবরাজের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে বিষয়ে দেবরাজ বলেন, ‘‘যাঁরা বিজেপির সঙ্গে মিশে আছেন, তাঁরাই আমাকে ফাঁসিয়েছেন।’’

হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘অভিযোগ নথিভুক্ত হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আইনত যা কিছু করণীয় সব পদক্ষেপই করা হবে।’’

Advertisement

বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, এর আগে ওই নেতার বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে। কিন্তু পুলিশ এত দিন চুপ করে বসেছিল। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের পরেই এখন গ্রেফতার হয়েছেন। তিনি বলেন, ‘‘ক্ষমতাসীন গোষ্ঠী পুলিশকে সমর্থন দিয়েছে। তার ফলেই এই গ্রেফতারি সম্ভব হয়েছে। মগরা এলাকায় পুলিশের সক্রিয়তা লক্ষ করা যায়নি। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই নেতা গ্রেফতার হয়েছেন। এর আগে হাজার অভিযোগ করলেও কিছুই হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement