arrest

arrest: পার্কিং ফি চাওয়া নিয়ে হাতাহাতি, গ্রেফতার ৬

ওই পরিবারের অভিযোগ, তারা যে গাড়িতে এসেছিল, সেটি কোনও পার্কিং লটে রাখেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ০৬:৫৪
Share:

প্রতীকী ছবি।

শালিমার স্টেশনের বাইরে গাড়ির পার্কিং ফি নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা, মারামারিতে রবিবার উত্তেজনা ছড়াল। ওই ঘটনায় দু’পক্ষেরই কয়েক জন আহত হয়েছেন। দু’পক্ষই বটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা একটি পরিবারের সঙ্গে শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ফি নেওয়া এক দল যুবকের বচসা বেধে যায়। ওই পরিবারের অভিযোগ, তারা যে গাড়িতে এসেছিল, সেটি কোনও পার্কিং লটে রাখেনি। গাড়িটি রাখা হয়েছিল স্টেশন থেকে ৫০ মিটার দূরে। কিন্তু তার পরে স্টেশন থেকে বেরোতেই এক দল যুবক ৪৮ টাকা পার্কিং ফি চান। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

মিরাজ শ্রীবাস্তব নামে ওই পরিবারের এক যুবকের অভিযোগ, পার্কিং ফি দিতে না চাওয়াতেই পাঁচ জন যুবক তাঁদের গালিগালাজ করার পাশাপাশি বেধড়ক মারধর করেন। অভিযোগ, আক্রমণের হাত থেকে বাদ যাননি মিরাজের বাবা, মা ও বোন। মিরাজের ভাই সুমন শ্রীবাস্তবও মুখে-পায়ে চোট পান। এই ঘটনার পরে দু’পক্ষই বটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন। যাঁরা পার্কিং ফি নিচ্ছিলেন তাঁদের পাল্টা অভিযোগ, তাঁরা রেলের অনুমোদিত পার্কিং ফি নেওয়ার সংস্থার কর্মী। পরিবারটিকে এ কথা জানানোর পরেও তারাই ওই যুবকদের মারধর করেছে বলে অভিযোগ।

Advertisement

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান, উত্তরপাড়ার পরিবারটি রেলের পার্কিংয়ের জায়গায় গাড়ি না রেখে অন্য জায়গায় রেখেছিল। তার পরেও পার্কিং ফি চাওয়ায় ওই যুবকদের সঙ্গে হাতাহাতি হয় তাদের। দু’তরফেই অভিযোগ দায়ের করায় ওই পরিবারের দু’জন ও পার্কিং ফি নেওয়া যুবকদের চার জনকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement