partha chatterjee

Partha Chatterjee: ‘বেচারাম কোনও দিন ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে’! হুগলিতে গিয়ে বললেন মন্ত্রী পার্থ

আসন্ন ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতিকে নজরে রেখে শনিবার হুগলির চুঁচুড়ার কর্মিসভায় গিয়েছিলেন পার্থ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ২১:১৪
Share:

বেচারাম মান্না ও পার্থ চট্টোপাধ্যায়

গত বিধানসভা নির্বাচনে বিপুল আসন পেয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার বছরখানেকের মধ্যে দলের অন্দরের বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি প্রকাশ্যে এসেছে। যা হওয়া বাঞ্ছনীয় নয় জানিয়ে দলের কর্মীদের বার্তা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দলীয় কর্মীদের একাংশের মানসিকতায় বদল এসেছে। পুরনো কর্মীদের মধ্যে এমন মনোভাব ছিল না দাবি করে উদাহরণস্বরূপ রাজ্যের আর এক মন্ত্রী বেচারাম মান্না সম্পর্কে পার্থ বললেন, ‘‘বেচা কি কখনও ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে!’’

Advertisement

আসন্ন ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতিকে নজরে রেখে শনিবার হুগলির চুঁচুড়ার কর্মিসভায় গিয়েছিলেন পার্থ। সেখানে তিনি বলেন, ‘‘দল সরকারে আছে। অনেক আন্দোলন, ঘাত-প্রতিঘাত পেরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। বর্তমান সময় তাতে কিছু বিচ্যুতি দেখা গিয়েছে। দলে এসেই এখন লোকে জিজ্ঞাসা করেন পঞ্চায়েতে কবে দাঁড়াব? জনপ্রতিনিধি কবে? আমরা জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে দল করছি। মানুষের জন্য দল করছি না। এই পরিবর্তন কাঙ্ক্ষিত নয়।’’

এর পরেই তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের কথা বলতে গিয়ে পার্থ বলেন, ‘‘হুগলির মানুষ দেখেছে, মশার কামড় খেয়েও কী ভাবে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিন অনেকে ছিল। অনেকে বার চলেও গেছে। অনেকে সাদা জামা ছেড়ে গেরুয়া জামা পরেছেন। কিন্তু মনে রাখবেন, যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। আমাদের সরকার ১১ বছর ধরে উন্নয়ন করছে।’’

Advertisement

দলের পুরনো কর্মীদের কথা বলতে গিয়ে হুগলির সিঙ্গুরের বিধায়ক বেচারামের প্রসঙ্গ টানেন পার্থ। তিনি বলেন, ‘‘বেচা কি কখনও ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে! আমি কোনও দিন ভেবেছিলাম মন্ত্রী হব! তবু আমি বিরোধী দলনেতা ছিলাম। ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ছিল। কিন্তু কে মানত?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement