বজ্রপাতে মৃত্যু। প্রতীকী ছবি।
বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি হুগলির গোঘাটের। বুধবার বৃষ্টির সময় ঘরের বাইরে গিয়েছিলেন ওই ব্যক্তি। আচমকা বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়।
মৃতের নাম লক্ষ্মী মল্লিক (৫৮)। তিনি গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের বেড়িয়াপুর এলাকার বাসিন্দা। বুধবার দফায় দফায় বৃষ্টি চলছিল গোঘাটে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের সময় বাড়ি থেকে কিছুটা দূরে গরু চরাতে গিয়েছিলেন তিনি। সেই সময় বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে লক্ষ্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয় পরিজন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শোকের ছায়া নেমেছে এলাকায়।
মৃতের ভাই মনোরঞ্জন মল্লিক বলেন, ‘‘দুর্যোগের সময় গরু চরাতে গিয়েছিল দাদা। গরু বেঁধে ফেরার পথে বাজ পড়ে। তার জেরে মৃত্যু হয় দাদার। আচমকা কী যে হয়ে গেল ভাবতে পারছি না।’’