পার্সেল পাঠানোর নাম করে প্রতারণা। প্রতীকী চিত্র।
ব্যবসায়ীর মোবাইলে ওটিপি পাঠিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল আট লক্ষ টাকা। শনিবার এই অভিযোগ উঠেছে হুগলির উত্তরপাড়ায়। বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরপাড়ার ১৩৩ নম্বর শিবনারায়ণ রোড এলাকার বাসিন্দা রঞ্জিত কর্মকার। তিনি পেশায় পরিবহণ ব্যবসায়ী। ব্যবসায়ীর দাবি, শনিবার সকালে তাঁর মোবাইলে ফোন করে একটি অনলাইন সংস্থার নাম করে জানানো হয়, তাঁর একটি পার্সেল ডেলিভারি দিতে গিয়ে বাড়ি খুঁজে পাচ্ছেন না ডেলিভারি বয়। ব্যবসায়ীর দাবি, এর পর তাঁকে জানানো হয়, ‘‘আপনার মোবাইলে একটি ডেলিভারি কোড পাঠানো হচ্ছে। আপনার ঠিকানা ডেলিভারি বয়কে দিয়ে দিন।’’ ওই ব্যবসায়ীর আরও দাবি, এর পর কিছু ক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে পাঠানো হয় একটি লিঙ্ক। ওই ব্যবসায়ী জানিয়েছেন, এর পর তাঁর থেকে ওটিপি চাওয়া হয়। ব্যবসায়ীর অভিযোগ, যাঁরা ফোন করেছিলেন তাঁদের কাছে ওই ওটিপি পাঠাতেই তাঁর একটি সেভিংস এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট থেকে নগদ ৮ লক্ষ টাকা সরিয়ে নেয় প্রতারকেরা।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, ওই ব্যাঙ্কের উত্তরপাড়া শাখায় গিয়ে তিনি অ্যাকাউন্ট দু’টি বন্ধ করেন। পরে তিনি অভিযোগ দায়ের করেন উত্তরপাড়া থানা এবং চন্দননগর পুলিশের সাইবার সেলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।