NCP

দ্বন্দ্ব ভুলে কি মিলবে এনসিপি, জল্পনা তুঙ্গে

সূত্রের দাবি, গুজরাতের এক শিল্পপতি পওয়ার পরিবারের পুনর্মিলনে সক্রিয়। বিজেপিও মরিয়া। সুপ্রিয়া সুলেকে কেন্দ্রে মন্ত্রী করতেও তৈরি বিজেপি নেতৃত্ব। সে ক্ষেত্রে ইন্ডিয়া জোট অনেকটাই দুর্বল হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৬:৩৬
Share:

(বাঁ দিকে) শরদ পওয়ার এবং অজিত পওয়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।

শরদ পওয়ার এবং অজিত পওয়ারের এনসিপি কি মিলে যেতে চলেছে? দিল্লির রাজনীতিতে এই নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক শিবিরের অনেকের মতে, শরদ-কন্যা সুপ্রিয়া সুলে-সহ শরদ পওয়ারের এনসিপি-র সাংসদেরা অজিত পওয়ারের এনসিপি-তে যোগ দিতে পারেন। যার অর্থ, তাঁরা ইন্ডিয়া মঞ্চ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলাবেন। সম্প্রতি প্রথমেউদ্ধব ঠাকরের শিবসেনা, তারপরে সুপ্রিয়া সুলে মহারাষ্ট্রেবিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের প্রশংসা করেছেন।

Advertisement

সূত্রের দাবি, গুজরাতের এক শিল্পপতি পওয়ার পরিবারের পুনর্মিলনে সক্রিয়। বিজেপিও মরিয়া। সুপ্রিয়া সুলেকে কেন্দ্রে মন্ত্রী করতেও তৈরি বিজেপি নেতৃত্ব। সে ক্ষেত্রে ইন্ডিয়া জোট অনেকটাই দুর্বল হবে। এনডিএ-র শক্তি বাড়বে। কিছু দিন আগে দিল্লিতে শরদ পওয়ারের জন্মদিনে তাঁর বাড়িতে অজিত পওয়ার হাজির হয়েছিলেন। অজিতের মা সম্প্রতি পরিবারের বিবাদ মেটানোর প্রার্থনায় পুজোও দিয়েছেন। পওয়ার পরিবার সূত্রে অবশ্য খবর, পুনর্মিলনের চেষ্টা শুরু হলেও এত তাড়াতাড়ি তা হওয়া কঠিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement