হাসপাতালে জখম ব্যবসায়ী। নিজস্ব চিত্র
পাড়ায় ঢুকে মত্ত অবস্থায় গালিগালাজ করছিল এক দুষ্কৃতী। তার প্রতিবাদ করায় ছুরিকাহত হলেন ব্যবসায়ী। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে হুগলির পোলবার সুগন্ধায়। পুলিশ সুমন সাঁপুই নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। আহত ব্যবসায়ী মনসা দেশি (৬৫) ভর্তি চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ, পোলবার সুগন্ধা পঞ্চায়েতের চকগোটু গ্রামের বাসিন্দা মনসা বাড়ি ফিরছিলেন। সেই সময় সুমন নামের ওই দুষ্কৃতী মত্ত অবস্থায় গালিগালাজ করছিল বলে অভিযোগ। পাড়ায় এমন আচরণের প্রতিবাদ করেন মনসা। সুমনকে বাড়ি চলে যেতে বলেন তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকা পকেট থেকে ছুরি বার করে মনসার শরীরে এলোপাথাড়ি আঘাত করে সুমন। মনসার হাতে এবং মাথায় আঘাত লাগে। গ্রামবাসীরা সুমনকে ধরে ফেলেন।
জখম অবস্থায় মনসাকে প্রথমে পোলবা ব্লক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পোলবা থানার পুলিশ মনসাকে গ্রেফতার করেছে।