Fire

সাঁকরাইলের বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত আশিটি দোকান

দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দমকলকর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৩
Share:

ভয়াবহ আগুনে পুড়ে ছাই বহু দোকান। — নিজস্ব চিত্র।

হাওড়ার সাঁকরাইলে বাজারে আগুন। বৃহস্পতিবার পৌনে চারটে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। দমকলের একাধিক ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

জাতীয় সড়ক লাগোয়া সাঁকরাইল থানা এলাকার নাবঘরা বাজারে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দমকা হওয়ায় বাজারে একের পর এক অস্থায়ী দোকানে আগুন লেগে যায়। খবর যায় দমকলে। তাঁর আগে অবশ্য নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

দমকলের পাঁচটি ইঞ্জিন আগুনকে আয়ত্তে আনার চেষ্টা শুরু করে। দমকলকর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সাঁকরাইল থানার পুলিশ ও হাওড়া গ্রামীণ পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক প্রিয়া পাল।

Advertisement

আগুনের জেরে জাতীয় সড়কের এক পাশের লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে যানজট ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, বাজারে একটি তেলেভাজার দোকান থেকে আগুন ছড়িয়ে পড়েছিল। তবে কী ভাবে সেই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement