হাওড়ায় কাপড়ের গুদামে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। — নিজস্ব চিত্র।
হাওড়ায় কাপড়ের গুদামে আগুন। পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী। দমকলের একাধিক ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
হাওড়ার ফোরশোর রোডে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার জামাকাপড়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। গুদামে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের।
হাওড়া দমকল বিভাগের আধিকারিক সোমনাথ প্রামানিক জানান, আগুন লাগার খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত থাকলেও গুদামে আগুন নেভানোর ব্যবস্থা চোখে পড়েনি বলে দাবি তাঁর। আগুন ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন সোমনাথ। আশপাশে প্রচুর কারখানা ও গুদাম রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। যদিও তা হয়নি বলে দাবি দমকলের। গুদামটির মালিক প্রদীপ জয়সওয়াল জানান, অগ্নিকাণ্ডের জেরে তাঁর প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামে আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে বলেও দাবি তাঁর। শিবপুর থানার সূত্রে জানা গেছে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হবে, গুদামে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না।