Murder Case

চেয়ার কারখানার ভিতরে কোপানো হল ভিন্‌রাজ্যের শ্রমিককে, বাঁকড়ায় জখম অভিযুক্ত ভর্তি হাসপাতালে

হাওড়ার বাঁকড়ায় একটি চেয়ার কারখানার মধ্যে ভিন্‌রাজ্যের শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অপর শ্রমিক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১০:৪৩
Share:

বাঁকড়ায় এই চেয়ার কারখানার ভিতরে ভিন্‌রাজ্যের শ্রমিককে খুনের অভিযোগ। —নিজস্ব চিত্র।

হাওড়ার বাঁকড়ায় একটি চেয়ার কারখানার ভিতরে খুন। ভিন্‌রাজ্যের এক শ্রমিককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জার্জিস আনসারি। ঝাড়খণ্ড থেকে হাওড়ায় কাজ করতে এসেছিলেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত তাঁরই সঙ্গী। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি।

Advertisement

বাঁকড়ার মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির কারখানায় কর্মরত ছিলেন জার্জিস। তাঁর সঙ্গে কাজ করতে এসেছিলেন ফৌম আনসারিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে ঝাড়খণ্ড থেকে এসেছিলেন তাঁরা। বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের মধ্যে বচসা হয়। সেই সময়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। অন্য জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই চেয়ার কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় র‌্যাফও নামানো হয়েছে।

Advertisement

দুই ভিন্‌রাজ্যের শ্রমিকের মধ্যে কাজের পারিশ্রমিক নিয়ে বচসা হয়, জানতে পেরেছে পুলিশ। তার জেরে এই প্রাণঘাতী আক্রমণ। পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, জার্জিসের কাছে ফৌম তিন দিনের কাজের পারিশ্রমিক পেতেন। তা না-পেয়ে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। অপরাধের কথা জেরার মুখে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, খোঁজ নিচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement