Howrah

শ্যামপুরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

দরজা ভেঙে গুরুতর জখম নবকুমারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৭:৪১
Share:

মৃত দীপা মণ্ডল নিজস্ব চিত্র।

ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত রতনপুরের ঘটনা। মৃতের নাম দীপা মণ্ডল। অভিযুক্ত নবকুমার মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের কাটারির কোপে জখম হয়েছেন তাঁর দাদা ও বৌদি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘুমোচ্ছিলেন দীপা মণ্ডল। সেই সময় নবকুমার কাটারি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। দীপার চিৎকারে তাঁর দাদা ও বৌদি বেরিয়ে এলে তাঁদের উপরেও চড়াও হন নবকুমার। তাঁদের হাতেও কাটারির কোপ মারেন তিনি। এর পর ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে নিজের মাথাতেও কাটারির কোপ মারেন অভিযুক্ত। বেশ কিছুক্ষণ পর দরজা ভেঙে গুরুতর জখম নবকুমারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্যামপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement