মাঠ পরিদর্শনে প্রশাসনিক কর্তারা। রবিবার আরামবাগের কালীপুরে। —নিজস্ব চিত্র।
আগামী ১৩ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন হুগলিতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে ওই সভা হবে বলে রবিবার জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। এ দিন জেলাশাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন-সহ পুলিশ-প্রশাসনের আধিকারিক এবং শাসকদলের নেতা-মন্ত্রী, বিধায়কেরা আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্স চত্বর পরিদর্শন করেন।
সেখানে পরিবহণমন্ত্রী বলেন, ‘‘কালীপুর স্পোর্টস কমপ্লেক্সে মুখ্যমন্ত্রীর সভাস্থল নির্দিষ্ট হয়েছে। তিনি ১৩ ফেব্রয়ারি আসছেন। রাজ্যের বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের
হাতে কিছু সুযোগ-সুবিধা তুলে দেবেন। কিছু বার্তা ও নির্দেশ দেবেন।’’ মুখ্যমন্ত্রীর সভা জনসমুদ্রে পরিণত হবে বলে দাবি মন্ত্রীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সভার আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখতে আসবেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। তাঁদের নির্দেশ মতোই সভামঞ্চ বানানো হবে।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা কোথায় হবে, তা নিয়ে পুলিশ-প্রশাসনের তরফে গত কয়েক
দিন ধরেই জেলার বিভিন্ন মাঠ পরিদর্শন চলছিল।