হার্লে ডেভিডসনে সওয়ার মদন মিত্র। —নিজস্ব চিত্র
বিধানসভা ভোটে দলের বিপুল সাফল্য। উল্টোদিকে ভোটের আগে ফুলেফেঁপে ওঠা প্রতিদ্বন্দ্বী বিজেপি এখন ভাঙনের মুখে। এই আবহে শনিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে চেনা মেজাজেই ধরা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। দলীয় এক কর্মীর হার্লে ডেভিডসন বাইক চেয়ে কিছুক্ষণ চড়লেন কামারহাটির বিধায়ক। ‘শখ’ মেটার পর বাইক থেকে নেমে বললেন, ‘‘তৃণমূল এখন হার্লে ডেভিডসনের গতিতে রয়েছে।’’
শুক্রবার বিজেপি শিবিরে জোরালো ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। যার জেরে ভোটে বিপুল হারের মুখে পড়া বিজেপি শিবির দৃশ্যত আরও কিছুটা বেসামাল। তৃণমূলের সাফল্যকে হার্লে ডেভিডসনের গতির সঙ্গেই তুলনা করলেন মদন। শনিবার হাওড়ায় মদনকে দেখা যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সকলকে চমকে দিয়েই এক কর্মীর হার্লে ডেভিডসন বাইক চেয়ে নেন তিনি। স্বচ্ছন্দেই ওই বাইক চালান তিনি। এর পর বাইক থেকে নেমে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং নিজের বাইক চালানোর অভিজ্ঞতার মিশেল তুলে ধরে বলেন, ‘‘ছোট থেকে আশা ছিল আমি এক বার হার্লে ডেভিডসন চালানো নয়, ছোঁব। আগে ২৭ লক্ষ টাকা দাম ছিল, এখন ৪৫ লক্ষ। আজ সেই গাড়িটাও একটু চালিয়ে নিলাম। ফলে এই মুহূর্তে তৃণমূল হার্লে ডেভিডসনের স্পিডে রয়েছে।’’
শনিবার মুকুলের তৃণমূলে ফিরে আসা নিয়ে প্রশ্নের মুখে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘আপনারা পাওয়ার লিগের প্লেয়ারকে মারাদোনার ব্যাপারে জিজ্ঞাসা করছেন!’’ এর পর অবশ্য তাঁর সংযোজন, ‘‘দিদি নিশ্চয়ই বুঝেছেন মুকুল রায় গদ্দার নন। আমি এটা জানি যে, কৃষ্ণ ভগবান থেকে বুদ্ধদেব বা যিশু সকলের কাছেই ক্ষমা পরম ধর্ম। আমাদের সংস্কৃতিটাই ক্ষমার।’’