কোন্নগরে মদন মিত্র। নিজস্ব চিত্র।
বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। একই সঙ্গে তিনি সম্প্রতি ত্রিপুরা-সহ নানা ইস্যুতে বিজেপি-কেও আক্রমণ করেছেন।
সোমবার হুগলির কোন্নগরে তৃণমূলের ‘খেলা হবে দিবস’ কর্মসূচিতে যোগ দেন মদন। সেখানে তিনি বলেন, ‘‘ভারতের সব দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলে উত্তরপ্রদেশে মোদীর সরকার হারছে। এটাই শেষ খেলা। যদি জিততে পারি তবে ফিরে এসে মালা পরাব। কিন্তু যদি জিততে না পারি, তা হলে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, তবু শুভেন্দু অধিকারী হব না। এ বার খেলা অনেক বড়। তার ছোট ছোট কালিপটকা দেখছেন ত্রিপুরায়।’’
‘খেলা হবে দিবস’ নিয়ে মদনের মন্তব্য, ‘‘তৃণমূল দলটার সঙ্গে খেলা কথাটা জড়িয়ে গিয়েছে। তাই খেলা দিবস শহিদ দিবসের থেকে এক ইঞ্চি ছোট নয়। কারণ এই খেলার সঙ্গে তৃণমূলের পতাকা এবং শহিদের রক্ত জড়িয়ে আছে।’’ ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের উপরে বিজেপি-র হামলার অভিযোগ নিয়ে কামারহাটির বিধায়ক মহাত্মা গাঁধীর শরণ নিয়েছেন। তাঁর মন্তব্য, ‘‘ওরা যত মারবে আমরা মার খেতে শিখব। আমরা মারব না। কারণ আমরা যদি মারি তা হলে কোবরা হেলে হয়ে ঘরে ঢুকে যাবে।।’’