Madan Mitra

Madan Mitra: আপনারাও রাজ্যপালকে ‘ব্লক’ করুন, তৃণমূলকর্মীদের বার্তা দিলেন মদন

রাজ্যপালের অপসারণের দাবি তুলে এর পরই মদন বলেন, ‘‘সাদা হাতি পোষা বন্ধ করুন। ওই টাকায় কয়েক লক্ষ বেকার ছেলেমেয়ের চাকরি হতে পারে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২৩:১২
Share:

—নিজস্ব চিত্র।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ‘ব্লক’ করে দিয়েছেন তিনি। এ বার তৃণমূল কর্মীদেরও রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করতে বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরই সঙ্গে রাজ্যপালকে সাদা হাতি বলেও কটাক্ষ করলেন তিনি।

Advertisement

হুগলির বলাগড়ের চরকৃষ্ণবাটিতে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলায় যোগ দিয়ে মদন বলেন, ‘‘একটু আগে জানতে পারলাম, রাজ্যপালকে ব্লক করেছেন মমতা। যা রাজনীতির ইতিহাসে কখনও হয়নি, তা-ই করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই আপনাদেরও বলছি, আপনারাও রাজ্যপালকে টুইটারে ব্লক করুন।’’

রাজ্যপালের অপসারণের দাবি তুলে এর পরই মদন বলেন, ‘‘সাদা হাতি পোষা বন্ধ করুন। ওই টাকায় কয়েক লক্ষ” বেকার ছেলেমেয়ের চাকরি হতে পারে।’’

Advertisement

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাধ্য হয়েই রাজ্যপালকে টুইটারে ‘ব্লক’ করেছেন তিনি। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মমতা বলেছেন, ‘‘একাধিক ফাইল আটকে রেখে রাজ্য সরকারের কাজে বাধা দিচ্ছেন উনি। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল। চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি? মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে!’’

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই টুইট করেছেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ১৫৯-এ বলা আছে, সাংবিধানিক নিয়ম-নীতি এবং আইনের শাসনকে কেউ ব্লক করতে পারেন না।দায়িত্বপ্রাপ্তদের উচিত দেশের সংবিধানের প্রতি আস্থা রাখা।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement