Co-operative Election

পান্ডুয়ায় সমবায় সমিতির ভোটে সব আসনেই জয়ী বামেরা, শূন্য তৃণমূল! প্রার্থী দিতে পারল না বিজেপি

একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন সিপিএম সমর্থিত প্রার্থী। ফলগণনার পর দেখা যায় বাকি ১১টি আসনেই জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারেনি তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২১:৪১
Share:

ভোটের ফলপ্রকাশের পর বাম কর্মী-সমর্থকেরা। শনিবার পান্ডুয়ায়। —নিজস্ব চিত্র।

পান্ডুয়ায় সমবায় সমিতির নির্বাচনে উলটপুরাণ। রাজ্যে একের পর এক নির্বাচনে হেরে ‘শূন্য’ তকমা পাওয়া সিপিএম সব ক’টি আসনেই জয়ী হল। অন্য দিকে, খালি হাতে ফিরতে হল রাজ্যের শাসকদল তৃণমূলকে।

Advertisement

শনিবার পান্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির ১১টি আসনে নির্বাচন হয়। একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল সিপিএম সমর্থিত প্রার্থী। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বাকি ১১টি আসনে নির্বাচন হয়। বিকেলে ভোটের ফলগণনার পর দেখা যায় ১১টি আসনেই জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। তৃণমূল সব ক’টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয়ী হতে পারেনি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নির্বাচনে প্রার্থীই দিতে পারেনি।

সমবায়ের ভোটে বামেদের এই নিরঙ্কুশ সাফল্য প্রসঙ্গে দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, “মান্দারণে সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। ১২টি আসনেই আমরা জয়লাভ করি। তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি আর বিজেপি প্রার্থীই দিতে পারেনি।” একই সঙ্গে তাঁর সংযোজন, “এই জয় মানুষের জয়। এই এলাকার গণতন্ত্রপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাই। সুষ্ঠু ভাবে ভোট হলে বাম প্রার্থীরা এ ভাবেই আগামী দিনে দিকে দিকে জয়লাভ করবেন।”

Advertisement

পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “কেন এমন ফল হল, তা দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা বলতে পারবেন। লোকসভা ভোটে দল আমাকে দায়িত্ব দিয়েছিল। পান্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে ২৮ হাজার ভোটে আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলাম। আবার যখন দল দায়িত্ব দেবে, তখন জেতাব।”

রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। বিধানসভা বা লোকসভা নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা। গত পঞ্চায়েত নির্বাচনে অবশ্য পান্ডুয়ায় তুলনামূলক ভাল ফল করেছিল তারা। তবে গত লোকসভায় ভোটে পান্ডুয়ায় জয় পায় তৃণমূল। এই পরিস্থিতিতে সমবায় সমিতির নির্বাচনে ১২টি আসনেই জয়লাভ বামেদের কিছুটা রাজনৈতিক অক্সিজেন জোগাবে বলে মনে করছেন দলের কর্মী-সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement