ছাত্রনেতা আনিস খানের অপমৃত্যুর তদন্তে সিবিআইয়ের দাবিতে শুক্রবার সকালে আমতার সারদা গ্রাম থেকে ‘ন্যায়যাত্রা’ শুরু করল কংগ্রেস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আগামী ২৭ মার্চ ধর্মতলায় এই মিছিল শেষ হওয়ার কথা। ছবি: সুব্রত জানা
ছাত্রনেতা আনিস খানের অপমৃত্যুর তদন্তে সিবিআই চেয়ে আমতা থেকে কলকাতা— তিন দিনের ‘ন্যায় যাত্রা’ শুরু করেছে কংগ্রেস। আজ, শনিবার দ্বিতীয় দিনের ওই পদযাত্রা শুরু হবে উলুবেড়িয়া থেকে। দুপুরে দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরীর দু’ঘণ্টা বিশ্রামের জন্য উলুবেড়িয়ার ফুলেশ্বরের সেচ দফতরের বাংলো ‘বুক’ করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিল কংগ্রেস। কিন্তু শুক্রবার বিকেলে কংগ্রেসকে সেচ দফতরের পক্ষ থেকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হল, অনিবার্য কারণে বাংলো দেওয়া যাবে না। সেচ দফতরের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস।
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক কোলে ‘‘তিন দিন আগে চিঠি দিয়ে সেচ দফতরের কাছে্ মাত্র দু’ঘন্টার জন্য ফুলেশ্বরের বাংলো ব্যবহারের অনুমতি চাই। ভাড়া দিতেও রাজি ছিলাম। কিন্তু, শুক্রবার ‘ন্যায় যাত্রা’র ফাঁকেই জলসম্পদ ভবন থেকে চিঠি দিয়ে আমাদের জানিয়ে দেওয়া হয়, অনিবার্য কারণে বাংলো দেওয়া যাবে না।’’
এ বিষয়ে জলসম্পদ ভবনে যোগাযোগ করা হলে সেচ দফতরের এক পদস্থ কর্তা জানান, কিছু মেরামতির কাজ চলছে। সেই কারণেই বাংলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। অলোকবাবু বলেন, ‘‘আমরা বাংলোর কাছে গিয়ে দেখেছি, ওখানে কোনও মেরামতির কাজ হচ্ছে না।’’ অধীর বলেন, ‘‘সাংসদ হিসেবে আমি চাইলেই সরকারি বাংলো পাওয়ার অধিকারী। কিন্তু এই রাজ্যে কোনটাই বা আইন মেনে হচ্ছে? আসলে আনিস খুনের প্রতিবাদ করছি তো, তাই বাংলো পেলাম না।’’