India Jutemill

India Jutemill: উৎপাদন চালু, খুশির পরিবেশ ইন্ডিয়া-য়

কেউ কেউ ছোটখাটো কাজ করছিলেন। করোনা পরিস্থিতিতে সেই কাজের পরিধিও ছোট হয়ে আসে। ত্রাণের জন্য হাত পাততে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ০৮:০৭
Share:

কাজে ঢুকছেন ইন্ডিয়া জুটমিলের শ্রমিকরা। সোমবার সকালে। নিজস্ব চিত্র

চেনা ছবি ফিরল তিন বছর পরে। সোমবার সকাল হতেই সাইকেলে বা হেঁটে কাজে ঢুকলেন ইন্ডিয়া জুটমিলের শ্রমিকরা। শুরু হল উৎপাদনের কাজ। রথযাত্রা উৎসবের দিনে স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রমিক মহল্লা। এই মিলে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছেন।

Advertisement

আর্থিক সঙ্কট, কাঁচা পাটের অভাব, বিশৃঙ্খলার কারণ দেখিয়ে ২০১৮ সালের ২৯ মে মিলে ‘সাসপেনশন অব ওয়ার্ক’ ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ। এ দিন সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। কর্তৃপক্ষ জানান, মিলে নতুন পাট ঢুকলে পুজো করার প্রথা রয়েছে। এ দিন সেই প্রথা মেনে পাটপুজো করা হয়। স্থানীয় বিধায়ক সুদীপ্ত রায় এবং মিল মালিক সঞ্জয় কাজোরিয়া সেই সময় উপস্থিত ছিলেন। মিলের সিনিয়র পার্সোনেল ম্যানেজার সজল দত্ত জানান, এ দিন প্রায় আড়াইশো শ্রমিক কাজ করেছেন। ধীরে ধীরে কাজের গতি বাড়বে। সেই অনুযায়ী ধাপে ধাপে সব শ্রমিককে কাজে নেওয়া হবে। শীঘ্রই সব শ্রমিক কাজ পাবেন।

শ্রমিকদের বক্তব্য, মিল বন্ধ থাকায় সংসার চালাতে তাঁদের কালঘাম ছুটছিল। কেউ কেউ ছোটখাটো কাজ করছিলেন। করোনা পরিস্থিতিতে সেই কাজের পরিধিও ছোট হয়ে আসে। ত্রাণের জন্য হাত পাততে হয়। মিল বন্ধের প্রভাব পড়েছিল স্থানীয় অর্থনীতিতেও। উৎপাদন চালু হওয়ায় দুর্দশা ঘুচবে বলে সকলেই মনে করছেন। যাঁরা এখনও কাজে যোগ দিতে পারেননি, কবে তাঁদের মিলে ঢোকার ডাক আসবে, সে জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।

Advertisement

বিধায়ক সুদীপ্তবাবু বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগে সব সঙ্কট কেটেছে। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। এলাকার অর্থনৈতিক পরিস্থিতিও সুখের মুখ দেখতে শুরু করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement