ভিডিয়ো থেকে নেওয়া।
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোর এবং তাঁর পরিবারের লোকেদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েক জন যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার নিউ মণ্ডল পাড়ায়। আক্রান্ত পরিবার অভিযোগ দায়ের করেছে বাঁকড়া পুলিশ আউটপোস্টে। এখনও অধরা অভিযুক্তরা।
বাঁকড়া নিউ মন্ডল পাড়ার বাসিন্দা ১২ বছরের এক কিশোরের পরিবারের অভিযোগ, যখনই সে রাস্তায় বেরোয়, তখনই এলাকার কিছু যুবক তাঁকে নানা ভাবে উত্ত্যক্ত করে। গালিগালাজ করার পাশাপাশি তাঁকে প্রায়ই মারধর করা হয় বলেও অভিযোগ।
শনিবার রাত ১১টা নাগাদ, কিশোর যখন বাড়ি থেকে বেরোয়, অভিযোগ, তখনই তিন যুবক তাঁকে ঘিরে গালিগালাজ করতে থাকে। কিশোর প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। কিশোরের পরিবার যখন তাঁকে উদ্ধার করতে যায়, তখন দুষ্কৃতীরা তাঁর বাবা, মা, পিসি, দাদু ও ঠাকুমাকেও মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে।
আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের। ওই পরিবার বাঁকড়া পুলিশ আউটপোস্টে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা।