Death

Death: হাওড়ায় একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত মহিলা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ০১:৩৩
Share:

ঘটনাস্থলে পুলিশবাহিনী। নিজস্ব চিত্র।

পরিবারিক বিবাদের জেরে এক মহিলার বিরুদ্ধে চার জনকে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, হাওড়া থানা এলাকার এমসি ঘোষ লেনের বাসিন্দা ওই মহিলা তাঁর মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ওই মহিলা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পরিবারের চার জনকে কুপিয়ে খুন করেন। কী কারণে এমন নৃশংস-কাণ্ড ঘটালেন তিনি, তা স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত মহিলা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement