দেওয়া হচ্ছে টিকা। নিজস্ব চিত্র
হকারদের করোনা টিকা দেওয়া শুরু হল হাওড়ায়। ১৮ থেকে ৪৪ বছর বয়সি হকারদের শুক্রবার দেওয়া হয়েছে প্রথম টিকা।
মধ্য হাওড়ার জিটি রোড ও সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ হকারি করে জীবিকা নির্বাহ করেন। করোনা অতিমারি পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনেই বিক্রিবাটা করছেন তাঁরা। তবু প্রতিদিন বহু ক্রেতার সংস্পর্শে আসতে হয় তাঁদের। ফলে সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। সেই জন্যই হকারদের করোনা টিকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।
মধ্য হাওড়ার ২৭ নম্বর ওয়ার্ডে কোভিশিল্ড টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা মল্লিকা রায়চৌধুরীর উদ্যোগে শুক্রবার প্রায় ১৫০ জন হকারকে টিকা দেওয়া হয়। এ নিয়ে মল্লিকা বলেছেন, ‘‘হকারদের থেকে সংক্রমণ ছড়াবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই তাঁদের টিকা দেওয়া হল। আগামী দিনে আবার এই কর্মসূচি নেওয়া হবে।’’ মঙ্গলাহাট এবং অন্যান্য ওয়ার্ডের হকারদেরও এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। টিকা নিয়ে খুশি হকাররাও।