Howrah

বাইক দাঁড় করিয়ে সোনার দোকানের মালিককে লুট হাওড়ায়! ছিনতাই ১২ লক্ষ টাকার সোনা, নগদ টাকা

নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী। সেই সময়েই ছিনতাই! প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা খোয়া গেল সেই ব্যবসায়ীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬
Share:

হাওড়ায় ব্যবসায়ীর সোনার গয়না ছিনতাই। —নিজস্ব চিত্র।

নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী। সেই সময়েই ছিনতাই! প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা খোয়া গেল সেই ব্যবসায়ীর। শুক্রবার রাত সাড়ে ৯টা হাওড়ার উনশানির সুভাষপল্লিতে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ।

Advertisement

আন্দুল ঝোরহাটে সোনার দোকান রয়েছে প্রশান্ত মল্লিকের। রোজকার মতো শুক্রবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ব্যাগে করে বিয়ের অর্ডারের সোনার গয়না এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে বাইকে চেপে ফিরছিলেন তিনি। অভিযোগ, বাড়ি থেকে অন্তত ২০০ মিটার দূরে তাঁর সঙ্গে থাকা সোনাগয়না ও নগদ টাকাপয়সা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা।

প্রশান্ত জানান, আন্দুল রোড থেকে সুভাষপল্লির গলিতে ঢোকার পর রাস্তায় বাম্পার থাকায় বাইকের গতি কমিয়েছিলেন তিনি। সেই সুযোগেই দু’জন তাঁর বাইকের সামনে চলে এসে পথ আটকান। ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা মেরে ফেলেও দেন তাঁরা। এর পরেই তাঁর সোনা ও নগদ টাকার ব্যাগ নিয়ে পালান ওই দু’জন। দূরে আরও তিন জন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সকলেই মাঙ্কি টুপি পরেছিলেন বলে দাবি করেছেন প্রশান্ত। ছিনতাইয়ের ঘটনার পর জগাছা থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি।

Advertisement

শনিবার ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তকারীরা। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তাঁরা। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়েরা। তাঁদের বক্তব্য, রাতের দিকে পুলিশি নজরদারি থাকে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement