Drowning Death

Drown in Damodar: স্নান করতে নেমে তলিয়ে গেলেন চার যুবক

স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় জলে নামার ফলেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ২৩:০২
Share:

চলছে খোঁজ। —নিজস্ব চিত্র।

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন চার যুবক। হাওড়ার পেঁড়ো থানা এলাকার উদয়নারায়নপুর বিধানসভার খিলা নয়াচকে ঘটনাটি ঘটেছে। মোট ১১ জন জলে নেমেছিলেন। তাঁদের মধ্যে সাত জনকে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মেলেনি চার জনের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চার জনেই দাসনগরের শানপুর জে রোড এলাকার বাসিন্দা। তাঁদের নাম সুমন সাপুই (২০), শুভজিৎ মণ্ডল (২২), তন্ময় দাস (২১), স্বর্ণেন্দু পাত্র (২২)। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় জলে নামার ফলেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। মৎস্যজীবীদের জাল ফেলে উদ্ধারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এর ৬ ঘণ্টায় পরে এসে উদ্ধারকার্য শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement