Filaria

ফিরে এল ফাইলেরিয়া! হাওড়ার পাঁচ স্কুলপড়ুয়া চিকিৎসাধীন

রোগের লক্ষণ বলতে প্রথমে জ্বর হয়। তার পর হাত- পা ফুলতে থাকে। এমনই অসুখ প্রতিরোধে নামছে হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৯:১৫
Share:

এখনও পর্যন্ত মোট চারটি ওয়ার্ডে খোঁজ মিলেছে ‘হারানো’ এই অসুখের। —ফাইল চিত্র।

ফিরে এল ফাইলেরিয়া। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাওড়ার পাঁচ স্কুলছাত্র চিকিৎসাধীন। এখনও পর্যন্ত হাওড়ার মোট চারটি ওয়ার্ডে খোঁজ মিলেছে ‘হারানো’ এই অসুখের।

Advertisement

জানা গিয়েছে, আক্রান্তেরা পুর এলাকার ১০, ১১, ২৯ এবং ৩৬ নম্বর ওয়ার্ডে থাকা বিভিন্ন স্কুলের ছাত্র। কিউলেক্স মশার কামড়ে ফাইলেরিয়া রোগ হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, একবার এই অসুখে কেউ আক্রান্ত হলে তাঁর সারা জীবন কিছু না-কিছু সমস্যা থেকেই যায় শরীরে। বিশেষ করে বেশি মাত্রায় হাত ও পা ফুলে যায়।

রোগের লক্ষণ বলতে প্রথমে জ্বর হয়। তার পর হাত- পা ফুলতে থাকে। এমনই অসুখ প্রতিরোধে নামছে হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। আগামী ১০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে দেওয়া হবে রোগ প্রতিরোধী ওষুধ। তারপর বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিতরণ করা হবে। সমগ্র হাওড়া পুর এলাকা জুড়েই চলবে সচেতনতা প্রচার ও ওষুধ বিতরণ।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, ফাইলেরিয়া প্রতিরোধের জন্য বারো বছরের উর্দ্ধে সকলকে দু’টি করে ওষুধ খেতে হবে। একটির নাম এলবেনডাজোল ও অপরটির নাম ডিইসি। এই প্রসঙ্গে হাওড়ার পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, হাওড়া পুর এলাকা থেকে এই অসুখ নির্মূল হয়ে গিয়েছিল। নতুন করে আবার আক্রান্ত হয়েছে পাঁচ জন। সকলেই স্কুল ছাত্র। তবে আর কেউ যাতে আক্রান্ত না হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement