Viral video

উত্তরপাড়ায় বাঘরোল, আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের

মাখলার বাসিন্দা অনিল ঝাঁ বলেন, ‘‘সন্ধ্যার পর বাড়ির বাইরে বার হতে ভয় পাচ্ছেন সবাই। তাঁরা স্থানীয় পুরপ্রশাসনকে জানিয়েছেন। খবর গিয়েছে বন দফতরেও।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২২:৫৯
Share:

ভাইরাল ভিডিয়োর স্থির চিত্র

বাঘরোলের ভয়ে আতঙ্কিত হুগলির উত্তরপাড়ার মাখলার বাসিন্দারা সাহায্য চাইলেন বন দফতরের। গত বছর জানুয়ারি মাসে কোন্নগরের কানাইপুরে এক মেছো বিড়ালের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল বাসিন্দাদের। এ বার সেই একই আতঙ্ক উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মাখলার সারদাপল্লি, বজরংবলি মন্দির এলাকায়।

Advertisement

রবিবার মোবাইলে তোলা একটি ভিডিয়ো ভাইরাল হয়। যদিও সেই ভিডিয়ো আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। যাতে দেখা যাচ্ছে একটি চার পেয়ে জন্তু, যার গায়ে ডোরাকাটা দাগ, লোকালয়ে ঘোরাফেরা করছে। বাড়ির চারপাশ দিয়েই যাতায়াত করছে সেটি। প্রাথমিক ভাবে বাঘের মতো দেখতে ওই প্রাণিটিকে দেকে আঁতকে ওঠেন বাসিন্দারা। পরে বোঝা যায় সেটি বাঘরোল।

মাখলার বাসিন্দা অনিল ঝাঁ বলেন, ‘‘সন্ধ্যার পর বাড়ির বাইরে বার হতে ভয় পাচ্ছেন সবাই। তাঁরা স্থানীয় পুরপ্রশাসনকে জানিয়েছেন। খবর গিয়েছে বন দফতরেও।’’ উত্তরপাড়ার পুরপ্রশাসক দিলীপ যাদব বলেছেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। ইতিমধ্যে বন দফতরকে খবর দেওয়া হয়েছে। মাখলার পাশেই বন্ধ হিন্দমোটর কারখানার বিস্তীর্ণ এলাকা জঙ্গল হয়ে রয়েছে। সেখানে বাঘরোল, ভামবিড়াল, শিয়ালের দেখা মিলছে। এলাকায় অনেক জলাশয় থাকায় মাঝেমধ্যেই বাঘরোল বা মেছো বিড়াল জাতীয় প্রাণীর দেখা মেলে। বন দফতর জানিয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement