হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে ঘুসুড়ির নস্করপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দমকলের ৩টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে খবর, সকালে স্থানীয় বাসিন্দারা কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেন। মুহূর্তে আগুনের শিখা গোটা কারখানা গ্রাস করে নেয়। তা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হতেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় বাসিন্দা শীতল সর্দার বলেন, ‘‘এলাকা ঘনবসতিপূর্ণ এবং ঘিঞ্জি। সেই কারণেই এলাকাবাসীর মধ্যে আরও বেশি করে আতঙ্ক তৈরি হয়। যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আশপাশের কারখানা আর বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারত। দমকল আসার আগে আমরাই আগুন নেভানোর কাজে হাত দিই।’’
অগ্নিকাণ্ডের জেরে কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকমল সূত্রে খবর, কারখানায় প্রচুর প্লাস্টিক মজুত থাকলেও আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হতে পারে।