গৌতম বর্মণের বাড়ি। —নিজস্ব চিত্র।
হাওড়ার দাসনগর থানা এলাকায় সোমবার অভিযান চালাল ইডি। স্থানীয় সূত্রে খবর, গৌতম বর্মণ নামে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকেরা। যদিও কী কারণে বা কোন মামলায় এই তল্লাশি অভিযান, সে ব্যাপারে ইডি আধিকারিকেরা প্রকাশ্যে কিছু বলেননি।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ দাসনগরে অনাদি দাস সরণি লেনে গৌতমের বাড়িতে চার জন ইডি আধিকারিকের একটি দল যায়। পরিবার সূত্রে খবর, গৌতমকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বেশ কিছু নথি, ফাইল তাঁরা খতিয়ে দেখেন। পরিবারের দাবি, ঝাড়খণ্ড ও পটনার হাওয়ালা সংক্রান্ত একটি মামলার তদন্তে অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে অবশ্য সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
গৌতমের কর্মচারীরা জানান, সব রকম সহযোগিতা করা হচ্ছে। কেন এই অভিযান, সে সম্পর্কে তাঁদেরও কিছু জানানো হয়নি।