পুরনো ১ টাকার নোট।
অনেকেরই শখ থাকে পুরনো নোট সংগ্রহ করার। শখ মেটাতে পুরনো নোটের জন্য বেশি দাম দিতেও পিছুপা হন না অনেকেই। বেশ কিছু ওয়েবসাইট আছে, যেখানে পুরনো নোট এবং কয়েনের লেনদেন চলে। সম্প্রতি সে রকমই একটি ওয়েবসাইটে রয়েছে পুরনো ১ টাকার নোট বিক্রির বিজ্ঞাপন। ১ নোটের বান্ডিল সেখানে বিক্রি করতে পাওয়া যাবে কয়েক হাজার টাকা। তবে তার জন্য রয়েছে শর্ত। কী ধরনের ১ টাকার নোটের বিনিময়ে এত টাকা পাওয়া যাবে, তা বিস্তারিত দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটে।
১ টাকার নোটের বান্ডিল ওই ওয়েবসাইটে বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৯৯ টাকায়। তবে ওই ১ টাকার নোট হতে হবে ১৯৫৭ সালের। এবং ওই নোটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিরুভাই এম পটেলের স্বাক্ষর থাকতে হবে। সেই সঙ্গে নোটের উপরে থাকা নম্বরটি হতে হবে ১২৩৪৫৬। এই তিনটি জিনিস থাকলেই ১ টাকার নোটের বান্ডিল আপনাকে পাইয়ে দিতে পারে প্রায় ৪৫ হাজার টাকা।