ফাইল চিত্র।
বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিতে পারেননি ‘দিদির দূত’, এই অভিযোগে রবিবার সকালে সিঙ্গুরের আনন্দনগরে মিনিট কুড়ি রাস্তা অবরোধ করল ডিওয়াইএফ। মোটরবাইক মিছিলও করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, জামিনবেড়িয়া থেকে আথালিয়া, আনন্দনগর, রাজারবাথান হয়ে নোয়াপাড়া পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা বেহাল। শুক্রবার ‘দিদির দূত’ কর্মসূচিতে আনন্দনগরে যান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। স্থানীয় সিপিএম নেতা সুকাজল দাস বলেন, ‘‘দিদির দূতেরা বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিতে পারেননি। সংস্কার না হলে আবার অবরোধ করা হবে।’’ বেচারামের বক্তব্য, ‘‘সিপিএম নেতারা বিভিন্ন রকম ব্যবসা করে ভারী যানবাহন ঢুকিয়ে রাস্তা নষ্ট করেছেন। কাজ নেই, তাই মিছিল করছেন। কৃষি বিপণন দফতরের টাকায় ওই রাস্তা সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। সিপিএম মানুষকে বিভ্রান্ত করছে।’’