Death

Diamond Harbour ASI Death: সিসি ক্যামেরা বন্ধ করে খুন! ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর মৃত্যুতে অভিযোগ পরিবারের

হাওড়ার শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে বাড়ি সমীর দাসের। স্ত্রী শুক্রা ছাড়াও তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন শুক্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১২:৫৯
Share:

সমীর দাসের মৃত্যুতে থুনের অভিযোগ তুললেন স্ত্রী শুক্লা। নিজস্ব চিত্র।

সিসি ক্যামেরা বন্ধ করে ছক কষে খুন করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসকে। এমনটাই অভিযোগ তাঁর স্ত্রী শুক্লা দাসের। মঙ্গলবার সকালে শিবপুর থানার মাধ্যমে শুক্লা জানতে পেরেছেন সমীরের মৃত্যুর কথা।হাওড়ার শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে বাড়ি সমীরের। স্ত্রী ছাড়াও তাঁর এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর কথা জানতে পেরে শোকে ভেঙে পড়েছেন শুক্লা। তাঁর বক্তব্য, ‘‘ডায়মন্ড হারবার থাকা থেকে ৪০০ মিটার দূরে একটি পেট্রল পাম্পের সামনে ওঁর দেহটা পড়েছিল। ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আমার মনে হচ্ছে এটা খুন। এ দিকে পেট্রল পাম্পের সিসি ক্যামেরা না কি খারাপ। এটা কখনও হতে পারে? আগে থেকে পরিকল্পনা ছিল। তাই সিসি ক্যামেরা হয়তো বন্ধ ছিল।’’

Advertisement

শুক্লা আরও বলছেন, ‘‘৪-৫ দিন আগে উনি বাড়িতে এসেছিলেন। জামাই ষষ্ঠীতে মেয়ে বাড়িতে আসবে তাই ওঁরও বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল বুঝতে পারছি না।’’ মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানার একটি পেট্রল পাম্পের সামনে থেকে উদ্ধার হয়েছে সমীরের দেহ। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement