Mohsin college

হুগলি মহসিন কলেজের ভবন ভাঙার কাজ স্থগিত

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক বলেন, ‘‘পূর্ত দফতরকে নতুন করে একসঙ্গে গোটা কাজ করার প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ০৯:৩২
Share:

কলেজের প্রাচীন ভবন ভাঙার কাজ বন্ধ। নিজস্ব চিত্র

আপাতত স্থগিত হয়ে গেল হুগলি মহসিন কলেজের মূল ভবন ভাঙার কাজ। ‘বঙ্কিম ভবন’ নামে ওই ভবন ‘বিপজ্জনক’ হয়ে পড়ায় ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। আপত্তি তোলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। ভবনের পুরনো ফরাসি শৈলী বজায় রেখে পুরো কাজ একসঙ্গে করার দাবি তুলেছিলেন তাঁরা।

Advertisement

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক বলেন, ‘‘পূর্ত দফতরকে নতুন করে একসঙ্গে গোটা কাজ করার প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। তা আগামী সপ্তাহে পাওয়ার কথা। সেই প্রস্তাব আমরা বিকাশ ভবনে পাঠিয়ে দেব। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ভবন ভাঙার কাজ বন্ধ থাকবে।’’

‘বঙ্কিম ভবন’-এর ছাদের একাংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। দু'শো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ওই ভবন ভাঙার কথা জানতে পেরেই বেঁকে বসেন প্রাক্তনীরা। তাঁদের বক্তব্য, ইতিহাসের সাক্ষী ওই ভবন এ ভাবে ভাঙা যায় না। গত মঙ্গলবার তাঁরা অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement