Howrah

মায়ের দেহ তিন দিন ধরে আগলে মেয়ে, খবর জানাজানি হতেই চাঞ্চল্য হাওড়ার রামরাজাতলায়

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নন্দীপাড়া লেনের ‘ময়ূর ভবন’ বাড়িতে বাস করতেন ৭৫ বছরের বৃদ্ধা মিনতি। অনেক দিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৯
Share:

নিজস্ব চিত্র

তিন দিন ধরে মায়ের মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। মঙ্গলবার জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার রামরাজাতলার নন্দীপাড়া লেনে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জগাছা থানার পুলিশ। মৃতের নামে মিনতি কুণ্ডু।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নন্দীপাড়া লেনের ‘ময়ূর ভবন’ বাড়িতে বাস করতেন ৭৫ বছরের বৃদ্ধা মিনতি। অনেক দিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। বাড়িতে মেয়ে সুমনা কুণ্ডু (৪৮)-র সঙ্গেই থাকতেন তিনি। মিনতির ছেলে সুদীপ্ত কুণ্ডু বাড়ি ছেড়ে পাশের পাড়ায় থাকেন। মঙ্গলবার সুমনা এক প্রতিবেশীকে ডেকে জানান, রবিবার ভোরে তাঁর মা মারা গিয়েছেন। কিন্তু মায়ের দেহ দাহ না করিয়ে তা বাড়িতেই রেখে দিয়েছেন তিনি। কারণ, তিনি চান না, তাঁর মাকে যাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হোক। এই কথা শুনে স্তম্ভিত ওই প্রতিবেশী পা়ড়ার অন্যদের খবর দেন।

পাড়ার লোকেরাই খবর দেন সুদীপ্তকে। গোটা ঘটনা জানানো হয় জগাছা থানাতেও। এর পরেই পুলিশ এসে মিনতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুমনা মানসিক ভাবে ভারসাম্যহীন। তাই মায়ের মৃত্যুর পর তিনি কাউকে কিছু বলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement