Murder

মোবাইল খুলছে, পাসওয়ার্ড থাকায় খোলা গেল না পামেলার ফেসবুক, হোয়াটসঅ্যাপ

পামেলার মৃত্যুর পর এক যুবক ফোন করেই কেটে দিয়েছিল বলে অভিযোগ করেছেন পামেলার বাবা মলয় অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বালি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০০:৩৩
Share:

নিজস্ব সংবাদদাতা

Advertisement

বালির কিশোরী পামেলা অধিকারীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৈরি হওয়া জট এখনও খুলল না। পামেলার হাতের তালুতে লেখা পাসওয়ার্ড ব্যবহার করে খোলা হয়েছে পামেলার মোবাইল খোলা সম্ভব হয়েছে। কিন্তু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য আলাদা পাসওয়ার্ড থাকায় তা খোলা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে মোবাইল বিশেষ়জ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বালি থানার পুলিশ।

হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ পামেলার মা এবং দিদিকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে। পামেলার মৃত্যুর পর এক যুবক ফোন করেই কেটে দিয়েছিল বলে অভিযোগ করেছেন পামেলার বাবা মলয় অধিকারী। সেই নম্বর পুলিশকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

পামেলার পরিবারের অভিযোগ, সানি খান নামের এক যুবক পামেলাকে ব্ল্যাকমেল করত। তবে ওই যুবকের পরিচয় এবং ঠিকানা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পামেলার পরিবার যে অভিযুক্তের নাম বলেছে সেটি আসল নয়। তাই ওই যুবকের আসল নাম জানার চেষ্টা করছে পুলিশ। সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দাদের অনুমান, পামেলার মোবাইলের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি খোলা গেলে হয়তো এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement