শনিবার হুগলির পান্ডুয়ার শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ করেন সেলিম। —ফাইল ছবি
সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সভায় গিয়ে তৃণমূল-বিজেপিকে এক পঙ্ক্তিতে ফেলে তীব্র আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি, পুলিশকেও দিলেন নিরপেক্ষ হওয়ার হুঁশিয়ারি। পুলিশ আধিকারিকদের হুমকির সুরে বললেন, ‘‘আইন মেনে চলো। দালালি কোরো না। ডিআইজি আছো, ডিআইজি থাকো। কুকুর (সেলিম উচ্চারণ করে বলেছিলেন ডিওজি অর্থাৎ ডগ) হওয়ার চেষ্টা কোরো না।’’
শনিবার হুগলির পান্ডুয়ার শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের প্রকাশ্য সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ করেন সেলিম। তাঁর রোষ থেকে বাদ পড়েনি পুলিশও। সেলিমের দাবি, তৃণমূল ও বিজেপির মধ্যে গাঁটছড়া আছে। তাই অমিত শাহ নবান্নে এলে ‘জামাই আদর’ পান। তাঁর অভিযোগ, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, কারণ তিনি দিল্লি গিয়ে ‘পিসি-ভাইপো’র চুরির খবর বলে দেবেন। তাই মনগড়া মামলা করে অনুব্রতকে এখানেই আটকে রাখা হচ্ছে। সেলিমের কথায়, ‘‘এক দিকে বিজেপি স্ট্যান স্বামী থেকে শুরু করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে মিথ্যে মামলা করছে মোদী সরকার। অন্য দিকে, বাংলায় কোচবিহার থেকে কাকদ্বীপ, বাম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ। একেই বলে চোরে চোরে মাসতুতো ভাই!’’ এর পরেই সরাসরি পুলিশকে নিশানা করেন সেলিম। তিনি বলেন, ‘‘আইন মেনে চলো। দালালি কোরো না। ডিআইজি আছো, ডিআইজি থাকো। কুকুর (সেলিম উচ্চারণ করে বলেছিলেন ডিওজি অর্থাৎ ডগ) হওয়ার চেষ্টা কোরো না।’’
সেলিমের দাবি, গোটা রাজ্য জুড়ে বিশাল ঝড় উঠছে। মানুষ জাগছে। তাঁর দাবি, বিজেপি বা তৃণমূল— কেউই যে মানুষের সামগ্রিক উন্নয়ন করবে না, তা মানুষ আস্তে আস্তে অভিজ্ঞতা দিয়ে বুঝছেন। সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘মানুষ বুঝতে পারছেন, লাল ঝান্ডাই একমাত্র সহায়। তাই যাঁরা এখনও দূরে দাঁড়িয়ে ভাবছেন, তাঁরাও আসুন। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল-বিজেপির জোড়া বিপদকাঁটাকে উপড়ে ফেলি।’’
বিজেপি-তৃণমূলের ‘সেটিং’-এর তত্ত্বেই অনড় সেলিমের দাবি, মোদী ও মমতা একই মুদ্রার দুই পিঠ। তিনি বলেন, ‘‘মোদী যদি সত্যিই দুর্নীতি রুখতে চাইতেন তা হলে এত দিনে সারদার নায়করা জেলের পিছনে থাকতেন। মানুষ জানতে চায় কেন তা হল না?’’