Piyali Basak

Piyali Basak: এভারেস্ট-লোৎসের শিখর ছোঁয়া পিয়ালির ঘাড়ে দশ লক্ষের ঋণ, সিপিএম ছাত্র-যুব দিল এক লাখ

যে এজেন্সির মাধ্যমে তিনি পাহাড়ে চড়েছিলেন তাদের কাছে বকেয়া দশ লক্ষ টাকা। তা শোধ না দিলে মিলছে না শৃঙ্গ জেতার শংসাপত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৮:৫৬
Share:

পিয়ালি বসাক ফাইল ছবি

ধৌলাগিরি-মানসালু-এভারেস্ট-লোৎসে এই চার-চারটি আট হাজারি শৃঙ্গ ছুঁলেও এখনও পর্যন্ত এভারেস্ট-লোৎসে জয়ের শংসাপত্র পাননি পিয়ালি বসাক। কারণ, যে এজেন্সির মাধ্যমে তিনি এভারেস্টে চড়েছিলেন তাঁরা এখনও দশ লক্ষ টাকা পায়। সেই টাকা না দিতে পারায় এজেন্সি শংসাপত্র দেয়নি। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়াল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। চাঁদা তুলে এক লক্ষ টাকা পিয়ালির হাতে তুলে দিল তারা।

Advertisement

পিয়ালিকে অর্থ সাহায্য দেওয়ার জন্য পথে নামে সিপিএমের ছাত্র-যুব সংগঠন। যে টাকা ওঠে তার সঙ্গে দলীয় রিলিফ ফান্ডের টাকা যুক্ত করে এক লক্ষ টাকা পিয়ালির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শ্রীরামপুর সিপিএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘পিয়ালি শুধু চন্দননগর বা হুগলির গর্ব নয় গোটা রাজ্যের গর্ব। অর্থের কারণে তাঁর সাফল্য যাতে আটকে না যায় সে কারণে আমাদের এই উদ্যোগ।’’

Advertisement

চন্দননগর রেড ভলান্টিয়াররা আলাদা করে ২৫ হাজার টাকা পিয়ালির মায়ের হাতে তুলে দেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement