Covid Death

হাসপাতাল থেকে বেপাত্তা সংক্রমিত, নিরাপত্তায় প্রশ্ন

ডোমজুড় থানার তরফে জানানো হয়েছে, নিখোঁজ রোগীর খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

সুব্রত জানা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ০৫:১২
Share:

ফাইল চিত্র।

সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক করোনা রোগী। পনেরো দিন ধরে তাঁকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। হাওড়ার বালিটিকুরি ইএসআই কোভিড হাসপাতালের ওই ঘটনায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ওই রোগীর বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা।

Advertisement

উলুবেড়িয়ার হাটকালীগঞ্জের বাসিন্দা ওই বৃদ্ধের পরিবারের লোকেরা জানান, অসুস্থতা নিয়ে গত ২৭ এপ্রিল তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। করোনা রিপোর্ট পজ়িটিভ এলে পয়লা মে বালিটিকুরি ইএসআই-তে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ৩ মে বৃদ্ধ নিখোঁজ হয়ে যান।

কী ভাবে ওই রোগী নিখোঁজ হলেন, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য দফতরের তরফে সদুত্তর মেলেনি। হাসপাতালের সুপার মৃগাঙ্ক কর মন্তব্য করতে চাননি। তবে, হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানান, ওই রোগী নিখোঁজের কথা তাঁর জানা নেই। এ ব্যাপারে কোনও অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে।

Advertisement

ডোমজুড় থানার তরফে জানানো হয়েছে, নিখোঁজ রোগীর খোঁজে তল্লাশি চলছে। ওই পরিবারের তরফে ডোমজুড় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃদ্ধের বড় ছেলে বলেন, ‘‘একটা করোনা হাসপাতাল থেকে রোগী কী ভাবে নিখোঁজ হতে পারে? বাবা কোথায় গেল, পুলিশ কিছু বলতে পারছে না। আমরাই খুঁজে বেড়াচ্ছি। এখন যানবাহন বন্ধ থাকায় মুশকিলও হচ্ছে। কী করব, ভেবে পাচ্ছি না।’’

সংক্রমিত ব্যক্তি বেরিয়ে অন্য লোকেদের সংস্পর্শে এলে তাঁদেরও সংক্রমণ ছড়ানোর ভয় থাকে, এ কথা হাসপাতালের কর্মীদের অনেকেই মানছেন। এ ক্ষেত্রেও তেমনটা হয়ে থাকতে পারে বলে, তাঁদের আশঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement