— প্রতীকী ছবি।
দু’দলের মারপিট গড়াল রেল অবরোধ পর্যন্ত। তার জেরে স্বাধীনতা দিবসের দিন ভোগান্তি পোহাতে হল কাটোয়া-ব্যান্ডেল লাইনের যাত্রীদের।
সকালে গোলমাল শুরু হয় বাঁশবেড়িয়ায়। ইট ছোড়াছুড়ির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘণ্টা তিনেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গোলমালের প্রতিবাদে হুগলির ইসলামপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করেন স্থানীয়দের একটি অংশ। বন্ধ হয়ে যায় ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন বহু মানুষ। পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে ঘণ্টাদুয়েক পর অবরোধ তুলে দেয়। দুপুর পৌনে দুটো থেকে আবার শুরু হয় ট্রেন চলাচল। এলাকায় এখনও উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনী।