নিজস্ব চিত্র।
দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর সময় চারটি বড় ব্যাগভর্তি সিগারেট নজরে আসে। ব্যাগগুলি যাঁর, সেই যাত্রীকে আটক করেছে আরপিএফ।
রেল সূত্রে খবর, রোজকার মতো নিয়ম মেনে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ আধিকারিকরা। তল্লাশির সময়েই ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চারটি ট্রলিব্যাগ উদ্ধার হয়। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সিগারেটের বাক্স।
আরপিএফ-এর এক আধিকারিক জানান, সিগারেট ভর্তি ট্রলির মালিক মুম্বইয়ের বাসিন্দা নুরুদ্দিন শেখ নামে এক যাত্রী। কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া সিগারেটের মূল্য ১০ লক্ষ টাকারও বেশি।